প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, July 31, 2022

সাধ হয় পত্র লিখিবার

সাধ হয় পত্র লিখিবার

 

সাধ হয় পত্র লিখিবার।

চিঠি নহে,পত্র,আছে যার

অক্ষর বহন করা ছাড়া

নিরক্ষর আরো ব্যবহার ।

 

তেমন বার্তা কিছু নাই।

তবে কথা, বহু কথা ছিল।

শুধু কার প্রতি হবে লেখা --

জানি নাই, কভু  জানি নাই।

#

আর সবই বলেছ বিস্তারে,

বাদ গেছে নাম ও ঠিকানাই।

 

(উৎসর্গ প্রবুদ্ধ সুন্দর কর )

ঘুম ঘর