সাধ হয় পত্র লিখিবার
সাধ হয় পত্র লিখিবার।
চিঠি নহে,পত্র,আছে যার
অক্ষর বহন করা ছাড়া
নিরক্ষর আরো ব্যবহার ।
তেমন বার্তা কিছু নাই।
তবে কথা, বহু কথা ছিল।
শুধু কার প্রতি হবে লেখা --
জানি নাই, কভু জানি নাই।
#
আর সবই বলেছ বিস্তারে,
বাদ গেছে নাম ও ঠিকানাই।
(উৎসর্গ প্রবুদ্ধ সুন্দর কর )