শকুন, শিয়াল বিষয়ক
মৃতদেহ ছিঁড়ে খায় শকুন, শিয়াল । খেয়ে বাঁচে ।
তৃপ্ত হয় । লিপ্ত হয়
পরবর্তী লাশের সন্ধানে। মৃতদেহ গিলে ফেলে
মৃত্তিকা , আগুন আর জলও।
কবরে প্রদীপ জ্বলে অথবা জ্বলেনা।
শ্মশান-সঙ্গীরা দিশী টানে বা টানেনা।
জলে ভাসা সব লাশ যায় না শনাক্ত করা । কিছু কিছু যায় তবে
কয়েকদিন পরে।
কিন্তু কিবা যায় আসে তাতে, বলো, তার
এখন যে শব কিন্তু
যে ছিল জীবন্ত, হয়তো, দেড় সেকেন্ড আগে?
আগুন , বাতাস , জলে এবং আকাশে
শুধু এই সত্যটুকু , জীবজগতের , প্রতিষ্ঠিত হয় , পুনরায়ঃ
শকুন শিয়াল বাঁচে মৃতদেহ খুঁটে খেয়ে আর
যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ শকুন , শিয়াল
নিরাপদ দূরে থেকে মৃত্যুশাপ দিতে থাকে তবে
জীবিতের নিকটে ঘেঁষে না।।