শব্দেরা
কেন দলবেঁধে আজো আসে শব্দেরা?
আমি কি তুলিনি নিঃশব্দের বেড়া?
খুলেছি কি ভুলে নিরবের ঝরোখাটি?
জানি আমি নই ততদূর পরিপাটি ।
শব্দে শব্দে বহু ঘটকালি করে
শব্দে শব্দে অনেক দিয়াছি বিয়া।
বহু শব্দেরা মামলা করেছে রুজূ
বিচ্ছেদে চেয়ে ছন্দের আদালতে ।
কিছু শব্দেরা মাত্রাবৃত্ত ছিঁড়ে
ফেরার হয়েছে প্রতিশোধ নেবে বলে ।
অনেক শব্দ কাগজের জতু গৃহে
পুড়েছে সময়ে পালাতে পারেনি বলে ।
তবু শব্দেরা আজো কেন দলে দলে
এসে জানালায় অস্থির কড়া নাড়ে?
হতে চায় তারা দুখ জাগানিয়া গান?
এনেছে সঙ্গে নর্তকী, সাম্পান?
নাকি ছুরি হাতে মেলায়, বাজারে ঘুরে
অবশেষে আজ পেয়ে গেছে সন্ধান?