নিজ পদধূলি
আমার একজনও ' কবি বন্ধু ' নেই। আমিও কারোর
' কবি বন্ধু ' নই। যোগ বিয়োগ
গুন ভাগ করেও এখনো
দু'চারজন বন্ধু যারা আছে
তাদের দেড় দুইজন আমার মতনই
চেষ্টা করে কবিতা লেখার। তাই
প্রথমতঃ বন্ধু তারা। তারপরে কবি কিংবা
পকেটমার অথবা দালাল কোনো
গণিকাবোনের -- এ সকল নিয়ে
আমার ও তাদের কোনো
মাথাব্যথা নেই।
"কবি বন্ধু" দের জন্য আমার অদৃশ্য উইলে
লেখা আছে " তিল পরিমান
নিজ পদধূলি"।