প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, July 26, 2022

নিজ পদধূলি

 নিজ পদধূলি 

আমার একজনও ' কবি বন্ধু ' নেই। আমিও কারোর

 ' কবি বন্ধু ' নই। যোগ বিয়োগ

গুন ভাগ করেও এখনো 

দু'চারজন বন্ধু যারা আছে

তাদের দেড় দুইজন আমার মতনই

চেষ্টা করে কবিতা লেখার। তাই

প্রথমতঃ বন্ধু তারা। তারপরে কবি কিংবা

পকেটমার অথবা দালাল কোনো

গণিকাবোনের -- এ সকল নিয়ে

আমার ও তাদের কোনো

মাথাব্যথা নেই।

"কবি বন্ধু" দের জন্য আমার অদৃশ্য উইলে

লেখা আছে " তিল পরিমান

নিজ পদধূলি"।


ঘুম ঘর