প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, August 10, 2022

পতাকা বিষয়ক

পতাকা বিষয়ক

পতাকা কম পড়তেই দেখা গেলো পতাকায় পরিবৃত বিপুল জাহাজ

বোঝাই পতাকা নিয়ে নোঙ্গর করেছে। নানান বন্দরে ঝাঁক ঝাঁক লরী

মুহুর্তে বোঝাই হয়ে 'স্বাধীনতা' পাড়ি দিচ্ছে অলীতে গলীতে।

'স্বাধীন' বিক্রেতা তার ন্যায্যমূল্য স্বাধীন দোকানে বিক্রি করছে 'স্বাধীনতা'

কুড়ি টাকা দড়ে। না কিনলে 'দেশদ্রোহী' বলে চিহ্নিত প্রতিটি লোকের

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বুলডোজার। 'স্বাধীন' পদ্ধতিতে তারা

উপড়ে ফেলছে বসবাস, দেশদ্রোহী উইপোকাদের। পতাকা-জাহাজ দেখে তারা,

মানে দেশদ্রোহী, বলছে " দূরবীন দিয়ে দেখো, পষ্ট দেখা যাবে

সবগুলি জাহাজের গায়ে মার্কিন পতাকা আঁকা। ঢাকা দিয়ে রেখেছে স্টিকারে।"

তাদেরকে সঙ্গে সঙ্গে পাঠানো হচ্ছে জেলে, তবে, মাঝপথে

জেল-গাড়ি হঠাৎ থামিয়ে তাদেরকে বলা হচ্ছে "ক্ষমা

করা হয়েছে তোদের। যা , এবার যে যার বাড়ি যা"। বাড়িমুখো

হওয়ামাত্র "পলাতক" দেশদ্রোহীদের "বাধ্য হচ্ছে" গুলি করতে

স্বাধীন পুলিশ, আর্মি -- স্বাধীন বন্দুকে। এরই মধ্যে কারা যেন এসে

হাঙামা বাঁধালো, বল্লো "পতাকা হঠাৎ করে শর্ট হল কেন? নিশ্চিত এরমধ্যে

পাকিস্তানি ষড়যন্ত্র আছে"। তৎক্ষণাৎ তদন্ত কমিটি বসে গেলো

নিগূঢ় এ রহস্য মোচনে । যথারীতি 'দেশদ্রোহী' যারা, তারা বল্লো

"গতকাল রাতে এরাই গুদাম থেকে সরিয়েছে পতাকা বান্ডিল,

ঠিক যেরকম ওই নোয়াহ্‌ রাত্তিরে বাঁধ কেটে রেখে এসেছিল

পরদিন "মহাবন্যা" অনায়াসে আসতে পারে যাতে ..." নিন্দুকে

যা বলে বলুক। প্রকৃত প্রস্তাবে ঝাঁক ঝাঁক লরী মুহুর্তে বোঝাই

হয়ে 'স্বাধীনতা' পাড়ি দিচ্ছে দেখো, অলীগলী, নগর ও বস্তিতে।

ঘুম ঘর