প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, August 9, 2022

'Our Trees Still Grow in Dehra',

'Our Trees Still Grow in Dehra',

[ দেরাদুনে আরএসএস এর দ্বারা 'লিবারেশন'এর অফিস আক্রমণের প্রতিবাদে]


 

'দেহ্‌রাতে আমাদের বৃক্ষগুলি তথাপিও বাড়ে'।

আমাদের রোয়া চারা গুলি

তবু বাড়ে, দেরাদুনে, দুঃসাহসে

বৃক্ষ হয়ে ওঠে।

রাষ্ট্রীয় কাঠুরিয়া-দল দরিদ্র কাঠুরে দের লোপ করে দিয়ে

স্বয়ং সেবক নাম নিয়ে

যদিও চপার, ছুরি হাতে

প্রতিদিন উঠে যাচ্ছে টিলায়, পাহাড়ে

আমাদের রোয়া চারাগাছ, আমাদের ছায়াবৃক্ষ

খুঁজে খুঁজে কেটে ফেলবে বলে

'আমাদের বৃক্ষগুলি, তথাপিও, দেহ্‌রাতেও, বাড়ে'।

#

হে সবুজ রাসকিন্‌ বন্ড, দেখা হবে, বৃক্ষতলে

রক্তদাগ, রক্তছিঁটাগুলি

গাছে গাছে প্রিয় লাল ফুল হয়ে গেলে।

 

০৯/০৮/২০২২

বেঙ্গালোর

ঘুম ঘর