প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, August 1, 2022

দেবাশিসদাকে।। ১।।



দেবাশিসদাকে।। ১।। 

মেয়েটি 'পাগল'। তারা বলে।

কারণ, যা'ই সে কুড়িয়ে পায়,

খোলামকুচির থেকে নুড়ি ও জঞ্জাল হয়ে

মুক্তা, মাণিক

সে এনে লুকিয়ে রাখে তার

ছোট বাক্সতে। অতএব বাড়িতে অতিথি এলে তাকেই ওদের 

লুকিয়ে রাখতে হয় চিলেকোঠা কিংবা কলঘরে।

" কে বা কারা প্রকৃত পাগল" উহ্য এই প্রশ্নটির সাথে

ব্রেখট থামলেন আর এখানে, প্রুস্তে, দেখছি

নিজেদের আড্ডা বাহিনীর 

পঁচিশ-বছর সঙ্গী বাদকের মৃত্যুর খবর

ঢেকে রাখতে ব্যস্ত মাদাম ভের্দুরিনের নিজস্ব বাহিনী, যাতে

জ্যান্তদের ডিনার-মস্তির থেকে

কুচ্ছিত মৃত্যুর ছায়া

দূরে সরে থাকে। এইখানে এসে

যদি বলি প্রকৃত প্রস্তাবে প্রশ্ন তুলেছেন প্রুস্ত

মৃত কে ও জ্যান্তই বা কারা? যদি বলি

এইখানে জয়েসের " দ্য ডেড" মনেপড়ে,

খুব ভুল হবে নাকি তবে?


ঘুম ঘর