‘'ভাষালিপি”র সঞ্জীব
দেখিনি মুখোমুখি এখনো, এ গ্রহে।
কখনো দেখা হবে সে'ও ত নিশ্চিত।
হয়তো আর গ্রহে, বিকালে মাঠ-পথে —-
হয়তো ভাষালিপি বাসাতে কোনোদিন,
কেননা ছবি গুলি যতোই দেখি, বুঝি
রেখা ও রঙ্গে তার যাওয়ার পথ
যে দেশে চলেগেছে, যে কোনো গ্রহে হোক,
সে দেশে কোনোখানে আমারও বাস।
এবং হাড় আর পাঁজরা দিয়ে তার
বেঁধেছে ঘর যে, সে ভৈরব
আমারো রক্তে কখনো দেয় টান,
উপড়ে নিতে চায় শাখা-শিকড়।
দেখিনি মুখোমুখি এখনো, তবু টের
পেয়েছি বহুযুগ, সে সহোদর।
কখনো দেখা হিবে, তখন পাশাপাশি
পতিত জমি জুড়ে
বানাবো দুইজনে
দুইটি ঘর।
___
সপ্তর্ষি বিশ্বাস
২৬/১১/২৩
বেঙ্গালোর