"ওই জানালার কাছে"
".. Goldenhair,I hear you singing" -- Chamber Music, V, James Joyce
" তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা ।।" -- রবীন্দ্রনাথ ঠাকুর
জানালা-পাশে মেঘ বরনী মেয়ে
গুনগুনিয়ে যে গান করো তুমি
আমি শুনি, আমি অবাক হয়ে শুনি
বাতাস ক্রমে হাওয়ার সুরধুনী।
বন্ধ করি খাতা আমার, বন্ধ করি বই।
আগুনের কি গুন আমায় বাঁধে –
আমি অন্ধ চেয়ে রই।
আমি নেভাই ঘরের বাতি
আমি পথেই ঘর বাঁধি।
আলোয় কি কাজ বলো?
তোমার গানের অন্ধকারই ভালো।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে –
মেঘ বরনী মেয়ে।
