প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, May 18, 2016

পরজন্মে ,প্রলয়ের রাতে



পরজন্মে ,প্রলয়ের রাতে

না, আর অক্ষর নয়
পরজন্মে দিয়ো সুর
রাখালিয়া অথবা মল্লার
কন্ঠে কিংবা বীণায়,বাঁশিতে
ভিক্ষা দিয়ো ভাটিয়ালি
মালকোষ, যোগিয়া, কেদার ...

এই জন্ম ছাই হলে হোক্‌
সুরের অরণ্যে ঘুরে
অক্ষরের ঝরাপাতা কুড়াতে কুড়াতে ...

পটমঞ্জরীর মতো অমলিন অশ্রু দিয়ো
পরজন্মে – প্রলয়ের রাতে –

ঘুম ঘর