প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, February 1, 2013

বাঘ


বাঘ

রাত নেমেছে অনেক দূরে, বনে ...
কূপীর আলোয় কাঁপছে অন্ধকার,
ঘাসের গা’য়ে বাঘের পায়ের ছাপ –
দিগন্তে ঐ বর্শা-মশাল কার?

নদীর তীরে স্মৃতির হরিনগুলি
চম্‌কে পালায় বাঘের সাড়া পেয়ে –
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ
শূন্য চোখে তেমনি থাকে চেয়ে ...

‘এসব আবার পরোয়া করে না’কি
কোনো গাঁয়ের কোনো জোয়ান ছেলে?’
নিজের বুকে নিজেই থু থু দিয়ে
যে তিতুমীর আন্ধারে পা ফেলে

সে দেখেছে বনদেবীদের স্নান,
কুয়ার থেকে জল দিয়েছে তুলে –
তাদের স্তনেও বাঘের গায়ের ঘ্রান,
নখের ক্ষত গভীর, উরুমূলে –

তবু যুবক বাঘের মুখোমুখি
দাঁড়াতে চায় একলা, খালিহাতে –
কস্তুরী তার যতোই প্রিয় হোক্‌
বাঘ তবে তার নিয়তি আজ রাতে? ...

ঘুম ঘর