প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, February 19, 2013

কখনো যে কবি ছিল তাকে...





কখনো যে কবি ছিল তাকে...


কবিতার শিরোনামে বানী
শুনিতেই হয় যদি, তবে
কে তোমাকে পুঁছিতে হে যাবে?
যাবে লোকে রাসেলের দোরে
অন্যথায় আসল যোগীরে
পায়ে ধরে সাধনা শিখিবে
কেন তবে ফোঁপর দালালি
করে মর? নষ্ট কর কালি?
লেখোনা কবিতা পুনরায় –
কেন নাও বক্তিমার দায়?

ঘুম ঘর