প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, February 24, 2013

স্বাতী নক্ষত্রের জলে...





স্বাতী নক্ষত্রের জলে...

তোমাকে দেখিনি তাই
তোমার সমস্ত স্মৃতি খুঁজে আনি ভবিষ্যের জরায়ুর থেকে
কাঞ্চন কুন্তলা না’কি পুড়ে যাওয়া চুলের ভূগোলে
উড়ে এসে বাসা বাঁধে দূরের পাখিরা?
দুপুর, বিকাল নাকি গর্ভবতী রাত্রি জাগে তোমার বলয়ে?
কিছুই জানিনা বলে ছায়াপথ জুড়ে খুঁজি তব পদছাপ
যে পথে গোপনে তুমি ঝর্ণাতলে স্নানে গেছো জেনে
স্বাতী নক্ষত্রের জলে ভেসে যায় আমার প্রলাপ ...

[ কবি বন্ধু কৌশিক বাজারী’কে]

ঘুম ঘর