প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, February 25, 2013

অশ্বত্থামা





অশ্বত্থামা

আমাদের ঘুম গুলি কিনে রাজা বাদশা হয়েছে রজনী,
গো সজনি, যে প্রদীপ নিভে গেছে অসময়ে, অপেক্ষার শেষ না হতেই –
তোমার আঁচল তাকে পুনর্জন্ম দেবে, এই আশা।
অন্যসব তারা গুলি দুঃস্বপ্নের ধারা জলে ধুয়ে
পলি হয়ে জমে আছে অপরের অচেনা উঠানে...
গো রজনি! আমাদের নিদ্রাগুলি ফিরিয়ে দেবেনা যদি
তাহলে অচিরে তা দিয়ে রচনা করো শেষ তারাপথ –

‘ইতি গজ’ আর নয়
এবারে নির্মূল করো নিজ হাতে নিজস্ব কুঠারে –

ঘুম ঘর