প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, February 2, 2013

হাটের শেষে




হাটের শেষে

সকল সওদা বিকিয়ে দিয়ে
কিনেছিলাম টুপীর পালক,
বেঁকতে বসা বাঁশের টুপী –
মন্ত্রে যেন লুপ্ত মুকুট ...
মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে
আত্মহারা, পাখির মতোই –

গ্রাম সীমানায় পৌঁছে দেখি
হঠাৎ কখন ডাকাত হাওয়া
পালক নিয়ে পালিয়ে গেছে
কোন্‌ ঠিকানায় কেউ জানেনা –
সন্ধ্যা হাওয়ায় শুন্‌তে পেলামঃ
‘পালক ছাড়া ঘরের পথে
আর যাবোনা এই অবেলায় ...’

এখন আমি নিঝুম একা
দাঁড়িয়ে দেখি তেপান্তরে
পালকহেন পলকা চাঁদের
মুখের রেখা মেঘ সায়রে ...

ঘুম ঘর