প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, February 15, 2013

মা সরস্বতীর যা করনীয় ছিল ...





মা সরস্বতীর যা করনীয় ছিল ...

পাহাড়ের দূরে বাঁকা চাঁদ,
আধোরাত, কুয়াশা-মশারি
ভেদ করে চলেছে বাতাস,
উড়ে যায় একা রাজহাঁস –

বেজে ওঠে বীণা, সরস্বতী
ধীরপায়ে নেমে নিরক্ষর
ছোট এই পাহাড়িয়া গাঁয়ে
নিজহাতে রাখেন সাজিয়ে

অ আ ক খ বইগুলি, দোরে –
উড়ে যান কাক ডাকা ভোরে।।

ঘুম ঘর