মা সরস্বতীর
যা করনীয় ছিল ...
পাহাড়ের দূরে
বাঁকা চাঁদ,
আধোরাত, কুয়াশা-মশারি
ভেদ করে চলেছে
বাতাস,
উড়ে যায় একা
রাজহাঁস –
বেজে ওঠে বীণা,
সরস্বতী
ধীরপায়ে নেমে
নিরক্ষর
ছোট এই পাহাড়িয়া
গাঁয়ে
নিজহাতে রাখেন
সাজিয়ে
অ আ ক খ বইগুলি,
দোরে –
উড়ে যান কাক
ডাকা ভোরে।।