প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, February 15, 2013

মা সরস্বতীর যা করনীয় ছিল ...





মা সরস্বতীর যা করনীয় ছিল ...

পাহাড়ের দূরে বাঁকা চাঁদ,
আধোরাত, কুয়াশা-মশারি
ভেদ করে চলেছে বাতাস,
উড়ে যায় একা রাজহাঁস –

বেজে ওঠে বীণা, সরস্বতী
ধীরপায়ে নেমে নিরক্ষর
ছোট এই পাহাড়িয়া গাঁয়ে
নিজহাতে রাখেন সাজিয়ে

অ আ ক খ বইগুলি, দোরে –
উড়ে যান কাক ডাকা ভোরে।।

ঘুম ঘর