প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, February 15, 2013

“নাস্তিকের জপতপ”






“নাস্তিকের জপতপ”


হে নাস্তিক
তোমার জপতপের ওপারে
একটি যে তারা জ্বলে থাকে
তিনি মা সরস্বতী।

আস্তিক্যের শূন্যগর্ভ দম্ভ থেকে পালিয়ে
এই তাঁর অন্তিম আশ্রয়।

এবং আমারো ...


[কবি দেবদাস আচার্য’কে]

ঘুম ঘর