প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, February 15, 2013

“নাস্তিকের জপতপ”






“নাস্তিকের জপতপ”


হে নাস্তিক
তোমার জপতপের ওপারে
একটি যে তারা জ্বলে থাকে
তিনি মা সরস্বতী।

আস্তিক্যের শূন্যগর্ভ দম্ভ থেকে পালিয়ে
এই তাঁর অন্তিম আশ্রয়।

এবং আমারো ...


[কবি দেবদাস আচার্য’কে]

ঘুম ঘর