প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, March 2, 2013

মানুষ, যারা চাঁদে যাচ্ছে, যাক্‌: একটি সেকেলে কবিতা






মানুষ, যারা চাঁদে যাচ্ছে, যাক্‌: একটি সেকেলে কবিতা


মানুষ, যারা চাঁদে যাচ্ছে, যাক্‌,
যে যেখানে ঠাঁই নিয়েছে
         সবাই সুখে থাক্‌।
মা’গো, আমি তোমার কাছে যাবো-
পায়ে হাঁটার পথটি ধরে মাঠের পারে পারে
তারার মতো জোনাক জ্বলা বাঁশঝাড়টির ধারে
খেলার শেষে ফিরবো দাওয়ার মায়ার অন্ধকারে।

মানুষ, যারা চাঁদে যাচ্ছে, যাক্‌,
রাত্রি হলে চাঁদকে তুমি দাওয়ায় দিয়ো ডাক
গল্পগাথা শুনিয়ে যেতে, পরিয়ে দিতে টিপ –
মা’গো আমার ভয়ের মাঠে জ্বেলে অভয় দীপ
দাঁড়িয়ে থেকে সন্ধ্যা হলে দুয়ারখানি ধরে –
যেখানে থাকি দৌড়ে আমি আসবো ফিরে ঘরে।।

ঘুম ঘর