প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, March 2, 2013

ঢেকেছে সব ঝরাপাতায়, ঘাসে...





ঢেকেছে সব ঝরাপাতায়, ঘাসে...


এখানে ছিল দিঘির মতো মাঠ,
ঘাট ছিলনা, ছিল রাখাল, বাঁশি –
নাকছাবি কার হারিয়েছিল ঘাসে,
সুখ ছিল খুব দুঃখ ছিল বলে।
এই পথে তার আসা যাওয়ার পায়ের চিহ্ন ছিল –
ঢেকেছে সব ঝরাপাতায়, ঘাসে...

ঝরাপাতা কুড়িয়ে ভাইবোনে
এখন ফেরে ঘরের পথে বুঝি?
ইচ্ছে করে দৌড়ে জেনে আসি
তারা কি তার খবর পেলো নাকি ...

ঘুম ঘর