প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, March 15, 2013

‘কাছে থেকে দূর রচিল ...’






‘কাছে থেকে দূর রচিল ...’

দূরের দেশে সন্ধ্যা নেমে এলো
পথের পাশে পুকুরে কার ছায়া?
দূরের দেশে প্রদীপ জ্বালা হলো,
দাওয়াতে কার মলিন আলো-মায়া?

আজকে রাতে এই গ্রামেতেই আমি
অতিথ হয়ে থাকবো কারো ঘরে,
রাত কাটাবো বারান্দাতে শুয়ে –
পেরিয়ে আসা পথের গল্প করে।

দূরের দেশে আমার কথা গুলি
শুনতে পাবে একটি দু’টি তারা,
গল্পে গল্পে ফুরিয়ে এলে রাত
ডাকবে পথে যাচ্ছে দূরে যারা –

গ্রামসীমাটি পেরিয়ে যাওয়ার আগে
আরেকটিবার দেখবো পিছন ফিরে,
দূরের দেশে একলা আমার বোন
দাঁড়িয়ে তখন ভোরের নদীর তীরে।।

ঘুম ঘর