প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, January 12, 2014

পুষ্পকথা





পুষ্পকথা


প্রতিটি পুষ্পকে চেয়েছি ছুঁয়ে দিতে
যেভাবে চিতা ছোঁয় হরিণ-লাশ –
নিহত পুষ্পের পরাগে, নাভিমূলে
তাই কি শরাহত পাখির ত্রাস?

শোণিত দুই হাতে মেখেছি উল্লাসে –
ভেবেছি গহনে এ পরাগ ঘ্রান,
জানিনি আব্‌ডালে নিজেই মৃত কবে
পুড়িয়ে আংরাখা, শিরস্ত্রাণ ...

মৃত সে পুষ্পেরা ঘিরেছে দেখি আজ
আমারি কবরের পরিধি, প্রান্ত –
ক্ষমা না প্রতিশোধ কি সেই উপহার
চায় এ পুষ্পেরা? – নীরব, শান্ত ...

ঘুম ঘর