প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, January 28, 2014

স্মরণঃ পীট সিগার





স্মরণঃ পীট সিগার




দূরের থেকে      
শিশির মেখে
আসছে সুর -
সুরটি কার?

আকাশ বলে
বাতাস বলে
একটি নামঃ
          “পীট সিগার!!”

সাগর বলে
আমার জলে
যায় ভেসে ওই
       কার গীটার?”

শূন্যে নীল
শঙ্খ-চিল
জানায় নামঃ
      “পীট সিগার!!”

বাজুক সুর
নিকট দূর
মুছুক আলো
    এ আন্ধার –

মোমের বাতি
তোমার নামে
আজ জ্বালাই  -
    পীট সিগার।।

ঘুম ঘর