প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, January 28, 2014

স্মরণঃ পীট সিগার





স্মরণঃ পীট সিগার




দূরের থেকে      
শিশির মেখে
আসছে সুর -
সুরটি কার?

আকাশ বলে
বাতাস বলে
একটি নামঃ
          “পীট সিগার!!”

সাগর বলে
আমার জলে
যায় ভেসে ওই
       কার গীটার?”

শূন্যে নীল
শঙ্খ-চিল
জানায় নামঃ
      “পীট সিগার!!”

বাজুক সুর
নিকট দূর
মুছুক আলো
    এ আন্ধার –

মোমের বাতি
তোমার নামে
আজ জ্বালাই  -
    পীট সিগার।।

ঘুম ঘর