প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, February 2, 2014

ঈশ্বরীর সঙ্গে আড্ডা ১।






ঈশ্বরীর সঙ্গে আড্ডা
১।
একটি ঘোড়া অশ্বমেধের, একটি ঘোড়া ধোপার,
মিহিন সুরে ডাকছি চিহিন, বলেন – আমি কাহার?

ফোটাও না ফুল, কেবল পাতা, তবুও অহংকার –
পাতায় পাতায় মরণ-লেখন, তুমিই পাতাবাহার...’

ঘুম ঘর