এসো ঘরে ফিরি
এসো ঘরে ফিরি
ঝরে যাওয়া ইচ্ছা গুলি
মরে যাওয়া পাতাহেন
দুপায়ে মাড়িয়ে
এসো ঘরে ফিরি
গন্গনে মুখগুলি
দিবাদাহে যখন অঙ্গার
‘জন্ম’শব্দ অন্তর্গত বিভ্রমের বশে
শাণিত ক্রোধের মতো
অহংকারী মনেহয় তাকে –
অথচ সে অন্তরালে
সেইমাত্র অতলান্ত দুঃখভারবাহী
এসো ঘরে ফিরি আজ
হারানো বন্ধুর মতো
চুপে তার কাঁধে হাত রেখে –
তোমার সমূহ ক্ষত মুছেদেবে বলে
সে’ও ত ঘরেই আছে
অপেক্ষায়, ভোরবেলা থেকে ...