প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, February 8, 2014

সুচিত্রা সেন





সুচিত্রা সেন


সুচিত্রা সেনের সাথে
পুড়ে গেছে যেই স্তন, উরুসন্ধি,
নিতম্ব ও নাভি
সেই ভষ্মে মিশে আছে
আমার প্রথম প্রেম, পাপবোধ
আর সেই দুর্গটির চাবি
যেখানে যুবকগুলি
উজ্জ্বলতা থেকে শান্তি
ঢের গাঢ় জেনে
কেরানী, গৃহস্থ নয়
সন্ন্যাসের পথে হেঁটেছিল
ইভা নাম্নী যুবতীর প্রেমে।।

ঘুম ঘর