প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, February 9, 2014

শান্তিহীন অনুধ্যানে যাবো





শান্তিহীন অনুধ্যানে যাবো

যদিও শোণিত গর্ভে
আহ্নিক ও বার্ষিক গতি
মুহুর্মুহু নৃত্যময়ী তবু
স্বপ্নে হানা দিয়ে কেন বারংবার বলোঃ
‘স্থির হও, শান্ত হয়ে ভাবো’? –
‘শান্তি’ সে’ও চৈতন্যের ভিন্নরূপ ‘অস্থিরতা’, তাই
‘ধ্যান’ এ নয়
আরো গাঢ়, শান্তিহীন অনুধ্যানে যাবো –

স্থির তারাটির মতো অন্তঃশীলা অস্থিরতা নিয়ে
কৃষ্ণ-গহ্বর-গর্ভে লীন হ’তে হ’তে
দ্রুতিভষ্ম আঁধারে ছড়াবো ।।

ঘুম ঘর