প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, February 21, 2014

দধীচির অবলুপ্ত হাড় ...



দধীচির অবলুপ্ত হাড় ...


শ্রীমতী, এখনো খুঁজি অকস্মাৎ নেমে আসা সেই অন্ধকার

টানা বারান্দার কোনে নামহীন পুষ্প-ঘ্রান, ভেজা মৃত্তিকার

বুকের গরীব গল্প, নিষ্প্রদীপ মেঘমালা, আড়ালে তোমার

গমনের সাক্ষ্যবাহী ফেরীঘাট, খেয়া নৌকা, বন্ধ পারাপার ...



গো শ্রীমতী, মৃত্যু পেরিয়ে - নদী নেই, দূর বা নিকটগামী

পথ নেই, সত্য নেই, দারুশিল্প, আস্তাবল,উপকথা নেই -

ফলতঃ তোমার পথে মৃত্যু শুধু শেষতম সাঁকো ও জলধি

পলকে তুমিই মৃত্যু - পরদৃশ্যে মৃত্যুবাহী নামহীন নদী...




ঘুম ঘর