প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, June 14, 2014

পথে অগস্ত্য গেছে



পথে অগস্ত্য  গেছে
কেবলি প্রশ্ন ছাড়া কুড়িয়ে পাইনি কিছু এতাবৎ পথে –
‘যুদ্ধ’ বলতে পরাজয় নিজেরি সঙ্গে নিত্য অসম দ্বৈরথে।

কি উত্তর নিয়ে কারা
মগ্ন হয়ে আছে কোন্‌ মানচিত্রে, ম্যাজিকে, প্রাসাদে –
জানানেই। উৎসাহ অবশিষ্ট নেই
সেসব কুৎসা, কেচ্ছা অধ্যয়নে আর।
প্রশ্নশরে শয্যা হোক্‌, চিহ্ন বলতে অভ্রভেদী স্মৃতির পাহাড়
ঢেকে দিক ছায়া দিয়ে
গৃহপথরেখা কিংবা যে পথে অগস্ত্য  গেছে
পার হয়ে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ –

কুশাংকুর, স্মৃতির তুষার ...

ঘুম ঘর