প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, July 7, 2014

রেললাইন






রেললাইন
চেতনার স্পর্শাতীত চক্রবাল ছুঁয়ে
যমজ ভ্রাতার মতো পাশাপাশি হেঁটেযায়
এক রেললাইন।
গন্তব্য ও সূচনারহিত তার পথের দুধারে
থাকে নদী, মাঠ থাকে, জনপদ ও মহামারী থাকে।
থাকে ব্রীজ, আত্মহত্যা, ভূমিকম্প, অন্ধ টানেল...
অনন্তর জনশূন্য ইস্টিশানগুলি
মায়ামারীচের মতো ডেকে বলে “এসো –
নেমে এসো –
এইদেখো বৃষ্টিভেজা পথে ছায়া ফেলে
চলেগেছে অশ্ব,গজ, রথচক্র আর
এ পথেই সেই রাজবাড়ি – যে রাজার মেয়ে
স্বয়ংবরসভা ছেড়ে খিড়কিপুকুরধারে
মালাহাতে একা আছে –
-আজো – দিনশেষে –
বিগত জন্মের এই পরিচিত পরিধি পেরিয়ে
কেন তুমি চলে যাবে
-একা – ভিন্‌দেশে? “

চেতনার স্পর্শাতীত চক্রবাল ছুঁয়ে
যমজ ভ্রাতার মতো পাশাপাশি হেঁটেযাওয়া রেললাইন ধরে
চুপে হেঁটে যেতে টের পাই
সব দেশই ভিন্‌দেশ।
সব পথই অন্তরালে গৃহপথ। নদী।
তাই বুঝি মধ্যপথে থামা নেই আর –
তাই যাত্রা প্রকৃতার্থে অগস্ত্যের আঙ্গিনা অবধি ...

ঘুম ঘর