প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, July 7, 2014

তারপর ...



তারপর ...
১।
তারপর ক্রমে ক্রমে স্তব্ধ হবে সব।

স্মৃতি কিংবা বিস্মৃতির উতল উৎসব
পদছাপ রেখেযাবে ঘরেদোরে, নতুন পলিতে।
মায়াবী বেলুনগুলি ব্যবহৃত নিরোধের মতো
সাক্ষীহয়ে থেকেযাবে পার্টিহল্‌’এ, সদর রাস্তায় –
পালকের টুপিপরা ভিন্‌দেশী পাখির ব্যাপারী
ত্রিসন্ধ্যার ঘোরে এসে চুপে ডেকে নেবে কি আমায়
নক্ষত্রের ছায়াতলে শেষহীন অপর উৎসবে?

কবরে জ্বালিয়ে দেওয়া রক্তহীন মোমবাতিহেন
বানানো উৎসব-রাত পুড়েযায় গহনে, নীরবে।।

ঘুম ঘর