প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, September 27, 2015

প্রবাসী বৈকালকথা




প্রবাসী বৈকালকথা




চলো বেরিয়ে পড়ি

চলো বেরিয়ে পড়ি
শরতের নীল এই আকাশটাকে মাথায় করে
শ্রাবণের ঝড়ঝাপ্টা মাথায় করে
সঙ্গে করে হেমন্তের বিষণ্ণ গোধূলি
চলো, বেড়িয়ে পড়ি –

না লোভ, না পাপ, না মায়া
কিছুই আমাদের পিছুটান নয়,
আসলে যা’ই আমাদের পিছুটান
তা’ই পাপ। তাই মায়া।
তা’ই হেরে যাওয়া।


না লোভ কিংবা পাপের কাছে
জ্ঞানত হারিনি এতাবৎ -
তবে কবে হেরে যাবো কেজানে।
এদের নিয়ে আমার বিশেষ ভাবনা নেই।
এরা খুবই সরল অন্ধকার।
আমার যতো আব্দার, যতো ঝগড়া
যতো হেউঢেউ, যতো তোলপাড়
সকলি ওই মায়ার সঙ্গে ...

চলো, প্রবাসী বৈকালের এই মায়াটুকু মাথায় নিয়ে
বেরিয়ে পড়ি।
বেরিয়ে পড়ি যে দিকে দু চোখ যায়না –
যায়নি কোনোদিন।

ঘুম ঘর