প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, October 17, 2015

ফেরা




ফেরা


দিগন্তে একটি চিল?
না’কি দূর মাস্তুলের রেখা?
প্রবাসের এ কারাবাস
শেষ হলো বুঝি?
আবার ক্রমশঃ যাবে দেখা
নিজস্ব কুটীরগামী
পথটিকে তবে?


বাঁকে বাঁকে চেনা পুষ্প
চেনা মুখ –
চিরচেনা পাপ ও পরাজয়? ...
চেনা তুমি
দাঁড়াবে কি গ্রামের সীমাতে?
অসংখ্য কাজের ফাঁকে
হবে কি সময়? ...

ঘুম ঘর