আমাদের নিঃসঙ্গতা গুলি
আমাদের নিঃসঙ্গতা গুলি
কখনো প্রকৃত সঙ্গী, কখনোবা প্রকৃত ঘাতক।
এই দৃশ্যে গলিপথে মুখঢাকা অনুসরণকারী –
পরদৃশ্যে প্রিয় নারী –
খোলা বুকে বিদিশার নগ্ন কুরুবক ...
আমাদের নিঃসঙ্গতা গুলি
সামুদ্রিক বাতাসের মতো
মাঝে মাঝে বয়ে আনে
আত্মঘৃণা, ভয়, আর
গ্লানি – পাপ- করুণা নিবিড় -
রাত্রিপথে একা হেঁটে যেতে
জানা যায় স্পষ্ট সীমা
আত্মপরিধির।