আমেরিকার ডায়রী। ২০১৫।
পর্ব -২
নেমেছে আদিম রাত্রি
হিল্স্ডেল্ ষ্টেশনে, শহরে…
প্রবাসী মেঘেরা ওই
যূথবদ্ধ – ঘরে –
ফিরেযায়। শেষ হলো
উড়ে ফেরা – তাদেরো কি –
দেশে দেশে আকাশবন্দরে?
হিল্স্ডেল্ ইষ্টিশানে রাত।
ম্যাক্সিকান রতিরমণীর
শীৎকারনিহিত হাসি ভাসে –
ট্রেন গুলি আসে
যেদিকে যাবোনা আর
সেদিকের নিশান উড়িয়ে...
হিল্স্ডেল্ ইষ্টিশানে রাত।
নিগ্রোনীর উরুতের মতো
আদিম এ রাতের বাতাসে
বিষাদী উইলোবৃক্ষ
কেঁপে ওঠে
শীতে, কামে, ত্রাসে –
ট্রেন গুলি আসে
যেদিকে যাবোনা আর
সেদিকের নিশান উড়িয়ে...
হিল্স্ডেল্ ইষ্টিশানে রাত
পাশ ফেরে
ঝড় হবে – এ সঙ্কেত দিয়ে ...