প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, January 4, 2016

“লালঝুঁটি কাকাতুয়া”




“লালঝুঁটি কাকাতুয়া”

আমি তোর - ‘খরবায়ু বয় বেগে’ – নাচ
দেখেছি বারান্দাতে, বহু বহু রোদের দুপুরে—
মাথায় পাগড়িবাঁধা একজন কাবুলিওয়ালা হয়ে।
রাইচরণ হয়ে তোকে কোলে পিঠে করে আমি
নদীজলে ভাসিয়ে দিয়েছি।
হরিহর রায় হয়ে তোর জন্য শাড়ি, আলতা,লাটাই এনেছি।
এটিকাস্‌ হয়ে আমি গল্প বলে বলে
ঘুম পাড়িয়েছি তোকে
তুমুল বরফপড়া ডিসেম্বর রাতে।
গর্ভবাস কালে তোর
শিখিয়েছি চক্রব্যূহ-প্রবেশ-প্রণালী।

মনেপড়ে?

এখন ক্লান্ত আমি
নিদ্রাহীন শুয়ে আছি চক্রব্যূহে একা

এখন আমাকে তুই “লালঝুঁটি কাকাতুয়া” গেয়ে
চুপি চুপি  ঘুম পাড়াবিনা?

ঘুম ঘর