প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, February 4, 2016

“নীলাম”



“নীলাম”

“নীলাম”
আমি সব বিকিয়ে দিলাম।
শিরায় শিরায় শোণিতবিন্দু
বীর্য্য পতন, ঘাম –
পূজা ও প্রেম। প্রকৃতি ও
বালবিধবার কাম।
হাট ফুরালে রইল হাতে
ঠিকানাহীন খাম।


“নীলাম”।
আমি সবই কিনে নিলাম।
ভালো সময়, মন্দ সময়
সুনাম দুর্নাম-
ভ্রষ্ট ভ্রাতা, গণিকা বোন
জগন্নাথের ধাম।
হাট ফুরালে রইল হাতে
ঠিকানাহীন খাম।

ঘুম ঘর