প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, February 4, 2016

ঘাসফুল ও কুরুবকগুলি …





ঘাসফুল ও কুরুবকগুলি …



ততোটা সন্ন্যাসই দিয়ো শুধুমাত্র যতোটুকু হলে
ব্রাহ্ম মুহুর্তে শোনা বস্তির খিস্তিগুলিকেও
সহজে পেরিয়ে যেতে
পারি অনায়াসে
মর্মগত সমুদ্রের পাশে

ততোটা সন্ন্যাসই দিয়ো শুধুমাত্র যতোটুকু হলে
চোখের আড়াল হয় ঈশ্বরেরো অপূর্ণতাগুলি
দিনগত পারাপারে যেন
নিচু হয়ে তুলে নিতে পারি
রজনীগন্ধা শুধু নয়
অনাদরে ফুটে থাকা ঘাসফুল, কুরুবকগুলি

ততোটা সন্ন্যাসই দিয়ো
প্রতিদিন
রাত্রিশেষে ঘুম ভেঙে গেলে

ঘুম ঘর