প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, March 24, 2016

গান



গান

গানের কাছেই শুধু ঋণ
রাত্রিদিন। মরমে গহনে
শুধু গান কোথায় বিজনে
ডেকে নেয় বলে বেঁচে থাকি
অচেনা সে পলাতক পাখি
ঘুমে ডোবা কবেকার আঁখি
নিরন্তর সুরে বেজে বেজে
গান হয়ে গেছে কবে নিজে
গানের কাছেই শুধু ঋণ
হবেনা’ত শোধ কোনোদিন ...

ঘুম ঘর