গান
গানের কাছেই শুধু ঋণ
রাত্রিদিন। মরমে গহনে
শুধু গান কোথায় বিজনে
ডেকে নেয় বলে বেঁচে থাকি
অচেনা সে পলাতক পাখি
ঘুমে ডোবা কবেকার আঁখি
নিরন্তর সুরে বেজে বেজে
গান হয়ে গেছে কবে নিজে
গানের কাছেই শুধু ঋণ
হবেনা’ত শোধ কোনোদিন ...