উট
“...Death was a remote storm rumor beyond the farthest
range.”
Ray Bradbury, Powerhouse
দূরতম সমুদ্রের থেকে আরো দূর সাগরের নীলে
জাহাজডুবির ঝাপ্সা প্রচারিত সংবাদের মতো
মৃত্যুও থেকে যাবে
ততোদিন ততোরাত্রি ঝাপ্সা, আধোচেনা
যতোদিন কড়া নেড়ে সে এসে ডাকবেনা
“হে অবনী, বাড়ি আছো কি’না...”
ততোদিন নানান পতাকা হাতে নানান মিছিলে
তোমার ইঁদুর আনাগোনা-
গ্রন্থপাঠ, আত্মরতি, সাত মণ তৈল নিয়ে সাধ্য সাধনা
গণিকা বোনের দোরে, মন্দিরে, সাহিত্য বাসরে...
ততোদিন উট হয়ে থাকা
কুঁজে নিয়ে গতজন্ম, পরজন্ম, আয়ুর সম্বল –
ততোদিন পদ্য খাতা, মত্ত হাতী –
ততোদিন
পদ্মপাতে জল ...