প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, March 18, 2016

মৃত্যুশীল এই কানাকড়ি



মৃত্যুশীল এই কানাকড়ি

“ ‘হয়’ না’কি ‘নয়’?
প্রশ্ন
না’কি
নিবিড় বিস্ময়?
আয়ুধ না ধ্যানে আছে
শেষ নিরাময়?
সম্বল
মৃত্যুশীল এই কানাকড়ি
চন্ডালের কাছে বাঁধা দিয়ে
কিনে নেবো
ঘুমের সময়?
মৃত্যুঘুমজাত স্বপ্ন
সহনীর হয় কি নাহয়
কে জেনেছে?
কে জানাবে এসে?
ঈশ্বরের প্রেত
না’কি
কফিনে নিঘুম নীল
নিহত সময়?”

ঘুম ঘর