মৃত্যুশীল এই কানাকড়ি
“ ‘হয়’ না’কি ‘নয়’?
প্রশ্ন
না’কি
নিবিড় বিস্ময়?
আয়ুধ না ধ্যানে আছে
শেষ নিরাময়?
সম্বল
মৃত্যুশীল এই কানাকড়ি
চন্ডালের কাছে বাঁধা দিয়ে
কিনে নেবো
ঘুমের সময়?
মৃত্যুঘুমজাত স্বপ্ন
সহনীর হয় কি নাহয়
কে জেনেছে?
কে জানাবে এসে?
ঈশ্বরের প্রেত
না’কি
কফিনে নিঘুম নীল
নিহত সময়?”