জলবায়ু সম্বাদ
“ছিল না কোথাও মেঘ।
তবু কেন এই বৃষ্টি? হেন বজ্রপাত?”
“অর্থ হয়
মেঘ ছিল।
শনাক্ত করতে তুমি
ব্যর্থ হয়েছিলে”
“তুমিও কি প্রকৃতই জানো
মেঘ কাকে বলে আর
কাকে বলে
বজ্র
বৃষ্টিপাত?”
“মেঘ মানে জলবিন্দু।
বেদনায় বাষ্পীভূত হয়ে
নিস্তার চেয়েছে শূন্যে –
অনিকেত বিষাদযাপনে...”
“তবে কেন ফিরে এলো
বৃষ্টি হয়ে
বেদনার ভূমিতে আবারো?”