প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, March 18, 2016

পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি



পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি

পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি
মার্জনা করি – কোথা অতো নিজগুণ?
পউষের শেষ ঝরাপাতাটির হাতে
পত্র পাঠায় অনাগত ফাল্গুন।
পত্রবাহক কৃষ্ণ অশ্বে চেপে
চক্রবালের আড়ালে মিলালে পরে
যে প্রদীপ জ্বালি উঠানে ও আঙ্গিনাতে-
-পত্রলেখক-সে শুধু তোমারই তরে-
...আসিবেনা জানি, পত্র পাঠাবে শুধু
আর মার্জনা চাইবে পত্রশেষে-
পত্রলেখক, ক্ষমা করতেই পারি
যদি নিয়ে যাও ইশারায় নিজদেশে...

ঘুম ঘর