পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি
পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি
মার্জনা করি – কোথা অতো নিজগুণ?
পউষের শেষ ঝরাপাতাটির হাতে
পত্র পাঠায় অনাগত ফাল্গুন।
পত্রবাহক কৃষ্ণ অশ্বে চেপে
চক্রবালের আড়ালে মিলালে পরে
যে প্রদীপ জ্বালি উঠানে ও আঙ্গিনাতে-
-পত্রলেখক-সে শুধু তোমারই তরে-
...আসিবেনা জানি, পত্র পাঠাবে শুধু
আর মার্জনা চাইবে পত্রশেষে-
পত্রলেখক, ক্ষমা করতেই পারি
যদি নিয়ে যাও ইশারায় নিজদেশে...