প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, April 17, 2016

বইএর মার্জিনে




বইএর মার্জিনে

আমি যে গ্রন্থই পড়ি
তাদের অনেক পৃষ্ঠায় এবং মার্জিনে
লিখে রাখি পাঠক্রমে মর্মে উড়ে আসা
সংলগ্ন, অসংলগ্ন
নানা কথা, নানান ভাবনা।

আকৈশোর আমার স্বভাব।

পরে এই নোটগুলি চোখে পড়লে ভাবি
কার জন্য লিখে রাখছি এই সূত্রগুলি?
এসকল গ্রন্থগুলি পুনরায় পড়বার মতো
অবকাশ আর
এ জীবনে হবে কি আমার?
না’কি এই ছিন্নসূত্র গুলি
অক্ষরে বিশদ করা
সম্ভব হবে এই বাকীটা জীবনে?
সন্ততিরা পড়বে কি?
ভাববে কি তারা এই সূত্রগুলি নিয়ে?
না’কি ঘরে অন্যবিধ সামগ্রীর তরে
স্থান সংকুলানহেতু
একদিন গ্রন্থগুলি তারা
বেচে দেবে
কোনোও দোকানে
কিলো দরে? ...

তারপর হাত ঘুরে, নানা হাত ঘুরে
অচেনা পাঠকজন বহুযুগ পরে
ছিন্ন এই সূত্রগুলি যদি পাঠ করে ...
যদি জাগে একরাত্রি
সংলগ্ন, অসংলগ্ন সেই সব কথার শিয়রে ...

জানিনা।
তবুও লিখি
চিন্তাগুলি
বইএর মার্জিনে।

ঘুম ঘর