প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, April 17, 2016

যতি



যতি

যেন এ খেলার কোনো শেষ নেই।
জানি, এ খেলার কোনো শেষ নেই।
যেন এ নদীর কোনো দেশ নেই।
জানি, এ নদীর কোনো দেশ নেই।
ভস্ম ছাড়া শেষ দৃশ্যে বেশ নেই।
পরিধির মৃত্যু হলে ব্যাস নেই।
-কথাশেষে শুধু আছে দাঁড়ি।
ড্যাস্‌ নেই -

ঘুম ঘর