প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, July 31, 2017

দেশান্তর



দেশান্তর

একটি দেশের কথা বল
যে দেশে নদীর নাম
আজো বেত্রবতী

একটি দেশের কথা বল
যে দেশের রাজা নেই অথচ প্রাসাদে
মায়া ও বিষাদ নামে
দুটি পরী আছে, মাঠ আছে
মাঠে মাঠে রাখালেরা আছে।
রাজকন্যা নেই, তবু
তারই খোঁজে প্রাসাদের কাছে
দ্বিপ্রহরে রাখালেরা আসে –

তাদের রক্তের ভিড়ে
পুণ্যপাপ মিলেমিশে আছে।

একটি দেশের কথা বল
যে দেশ মৃত্যুর নয়, তবু
মৃত্যুর বুড়ি ছুঁয়ে আছে

ঘুম ঘর