প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, January 29, 2021

সম্রাজ্ঞী, তোমার উৎসবে

সম্রাজ্ঞী, তোমার উৎসবে




১।

সম্রাজ্ঞী, তোমার উৎসবে আর সব অন্ধপাখি হেন

রবাহুত আমিও এসেছি  নিঃসময় অসময় ও সময় পেরিয়ে।

#

সম্রাজ্ঞী তোমার যাপন –  উদযাপন

মুহুর্মুহু পুনর্জন্ম , গুহাগর্ভে, অনর্গল তোমার  উৎসবে।

#

উড়ন্ত প্রবেশ মাত্র দৃষ্টি ফিরে পেয়ে

দেখেছি সম্রাজ্ঞী, তোমার

বিধিমতো সভা নেই, তবু

অগ্নিগোলক ঘিরে গুহাগর্ভে তুমি

ঈশ্বরী, স্বমহিমাবশে। নৃত্যরতা –

কখনো সদলে। কখনো তোমাকে ঘিরে

নেচে চলে নিজস্ব নিয়তিসহ

মানব-মানবী আর গ্রহ নক্ষত্রেরা।

 

২।

তোমার গুহাটি ঘিরে নিঃসময়, অসময় দুঃসময় আর

বজ্রবিদ্যুৎ সহ তীব্র শিলাপাত। কখনো তুষারঝড়

লহমায় মরুঝড় হয়ে

পিষে দিতে চায় এই উৎসবের গুহাটি আমূল।

একটি চড়ুইহেন আমি

প্রবেশ করেছি এই গুহাটিতে, আর

নিয়তিতাড়িত, দেখো, উড়ে যাচ্ছি আরপ্রান্তে ঘুলঘুলির মতো ওই

প্রস্থানের ঝরোখার দিকে

বাইরে ঝড়জল, শিলা বৃষ্টি এবং নিঃসময়-জাত কোনো হলাহল

আমাদের ডানাগুলি করে না তবে

বিদ্যুচ্চমকহেন সময়ের বৈরী গতায়াতে

আমাদের এ উড়ানগাথা

ক্রমশ ফুরিয়ে আসছে

অগ্নিকুন্ডের থেকে লাফ দেওয়ার স্ফুলিঙ্গের মতো।

#

নিশ্চিত নিঃসময়ে আমরা নিশ্চিহ্ন হবো, তবু,

এ গুহার অভ্যন্তরে, সম্রাজ্ঞী, অক্ষয় হোক

তোমার এই উদ্‌যাপন-ব্রত।

 

২২ – ২৮ জানুয়ারী, ২০২১

বেঙ্গালোর


ঘুম ঘর